চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বাস্কেটবল লিগ শুরু হচ্ছে আগামীকাল। লিগের পুরুষ বিভাগে ১১টি দল অংশ গ্রহন করছে। দল গুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্ব শেষে তিন গ্রুপের সেরা তিনটি দল খেলবে সুপার থ্রি পর্বে। আর এই পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করবে। গ্রুপ পর্বের ‘এ’ গ্রুপে থাকা চারটি দল হচ্ছে মুক্ত বিহঙ্গ, নোয়াপাড়া লায়ন্স ক্লাব, চিটাগাং রয়েল এবং হালিশহর লাকী ক্লাব। ‘বি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, এম.এইচ. স্পোর্টিং ক্লাব এবং ক্যাথলিক ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ও.পি.এ, অছি ক্লাব এবং গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। লিগে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগের চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দল ও খেলোয়াড়দেরকে ট্রফি, মেডেল, প্রদান করা হবে।
এই লিগ পরিচালনা করবেন ঢাকার রেফারী। কারণ হিসেবে সিজেকেএস বাস্কেটবল কমিটির সম্পাদক জানিয়েছেন তাদের এখনো সে মানের বাস্কেটবল রেফারী তৈরি হয়নি। এই লিগের বাজেট ধরা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার। যার মধ্যে এক লক্ষ টাকা প্রদান করবে স্পন্সর প্রতিষ্টান এশিয়ান গ্রুপ। আগামীকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। লিগের প্রাক্কালে গতকাল লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস নির্বাহী সদস্য এবং বাস্কেটবল কমিটির সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান।
্এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি মো: হাফিজুর রহমান, অতি: সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপ এর পরিচালক মো: এয়াকুব, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, আ. ন. ম. ওয়াহিদ দুলাল, নাছির মিয়া, সিজেকেএস কাউন্সিলর মকসুুদুর রহমান, এনামুল হক, এস এম শহীদুল ইসলাম, লুৎফুল করিম সোহেল, শওকত হোসেন, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, এম এ মুছা বাবুল, সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস বাস্কেটবল কমিটির যুগ্ম সম্পাদক ফজল রব্বান সুইট প্রমুখ।