চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ দাবা লিগ উপলক্ষে অংশগ্রহণকারী ক্লাব সমূহের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা গতকাল ২০ ডিসেম্বর বিকালে সিজেকেএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। আগামী ২৬-৩০ ডিসেম্বর ১ম বিভাগ দাবা লিগ এবং ৩১ ডিসেম্বর হতে ৪ জানুয়ারী পর্যন্ত প্রিমিয়ার বিভাগ দাবা লিগ চট্টগ্রাম এম এ আজিজস্থ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
বিশ্ব দাবা নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্র্তৃক অনুমোদিত এই লিগ ২টি আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট হিসেবে গণ্য হবে। প্রিমিয়ার দাবা লিগে ৮টি ক্লাব ও ১ম বিভাগ দাবা লিগে ৩২ টি ক্লাব অংশগ্রহণ করবে।