চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পঞ্চম রাউন্ড শেষে কোয়ালিটি স্পোর্টস ক্লাব শীর্ষে অবস্থান করছে। তারা ৫ খেলায় ৫টিতেই জয় লাভ করে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে। গতকাল রবিবার অনুষ্ঠিত ৫ম রাউন্ডের খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৩–১ গেমে শক্তিশালী ব্রাদার্স ইউনিয়কে পরাজিত করে শীর্ষ স্থান ধরে রাখে। দিনের আরেক ম্যাচে লিটল ব্রাদার্স ৩–১ গেমে ফ্রেন্ডন্স ক্লাবকে পরাজিত করে ৮ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছে। এছাড়া পাচঁলাইশ যুব সংঘ ৩–১ গেমে আগ্রাবাদ কমরেডকে পরাজিত করে ৬ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ২–২ গেমে আবেদীন ক্লাবের সাথে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে রয়েছে। আজ শুরু হবে ডাবল রাউন্ড খেলা। এই রাউন্ডের প্রথম খেলা সকাল ১০ টায় এবং ২য় খেলা বিকাল ৪.০০ টায় অনুষ্ঠিত হবে। বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিয়োগীতায় ১০ টি দলের হয়ে ৫৪ দাবাড়ু অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে চীফ আরবিটর হিসেবে এফ এ প্রকৌশলী এস এম তারেক দায়িত্ব পালন করছেন। তার ডেপুটি হিসেবে রয়েছেন এফ এ সাইফুল ইসলাম এবং এন্টি চিটিং আরবিটর হিসেবে রয়েছেন সৈয়দ আব্দুল আহাদ। আর আরবিটর হিসেবে দায়িত্ব পালন করছেন নুরুল আমিন।