সিজেকেএস ১ম বিভাগ হকি লিগে গতকাল বৃহস্পতিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি সাদা দল ৩–০ গোলে শতদল জুনিয়রকে পরাজিত করে। বন্দরের পক্ষে রিয়ন, মিসবাহুর এবং রাব্বি প্রত্যেকে ১টি করে গোল দেন। দিনের দ্বিতীয় খেলায় বঙিরহাট ইয়ংম্যান্স ২–০ গোলে স্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইসমাইল হোসেন এবং নাহিদ ১টি করে গোল করেন।