সিজেকেএস নির্বাচনে সব মনোনয়নপত্রই বৈধ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

সিজেকেএস কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ২৬টি পদে জমা পড়া ৭৩টি মনোনয়নপত্রের সবকটিই বৈধ হিসেবে গণ্য হয়েছে। আগামী ১৫ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন। ১৬ নভেম্বর হবে সিজেকেএস নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। তখনই বোঝা যাবে এবারের নির্বাচনে কে কে, কোন কোন্‌ পদে অংশ নিচ্ছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে কোন নির্বাচনের প্রয়োজন পড়বে না। রেখা আলম চৌধুরী এবং রেজিয়া বেগম ছবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গতবারও তারা এভাবেই নির্বাচিত হয়েছেন।

এদিকে বর্তমান অবস্থায় কোন পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার আভাস মিলছে না। গত তিনবারের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন নবাগত তরুণ কাউন্সিলর জাফির ইয়াসিন চৌধুরী। কোষাধ্যক্ষ পদে গত চার বারের কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল। সহসভাপতির ৪টি পদে প্রার্থী হয়েছেন ১১ জন। তারা হলেন তাহের উল আলম চৌধুরী (স্বপন), এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, এস এম শহীদুল ইসলাম, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), সৈয়দ আবুল বশর, মকসুদুর রহমান বুলবুল, মো. শাহজাদা আলম, আবুল হাসেম (বীর মুক্তিযোদ্ধা), মফিজুর রহমান, মো. হাফিজুর রহমান ও দিদারুল আলম চৌধুরী। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদটির জন্য ৫জন প্রার্থী হয়েছেন। তারা হলেন: এস এম শহীদুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, . নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ও সৈয়দ শাহাবউদ্দিন শামীম। যুগ্ম সম্পাদক এর ২টি পদের জন্য প্রার্থী ১০ জন হয়েছেন। তারা হলেন: .এস.এম ইকবাল মোর্শেদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. মশিউর রহমান চৌধুরী, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মো. শাহজাহান, . নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ..ম ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব ও মোহাম্মদ ইউসুফ। নির্বাহী সদস্যের ১৩টি পদে প্রার্থী ৩৮জন। এরা হলেন: প্রবীন কুমার ঘোষ, সাইফুল আলম খাঁন, সৈয়দ মোহাম্মদ তানসীর, .এস.এম. ইকবাল মোরশেদ, আকতারুজ্জামান, মো. আলমগীর পারভেজ, মো. দিদারুল আলম, অনুপ বিশ্বাস, মো. হারুন আল রশীদ, .এস.এম সাইফুদ্দীন চৌধুরী, সাহেলা আবেদীন (রিমা), ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মো. মোমিনুল হক, সিরাজুল আলম, শওকত হোছাইন, মো. রাশেদুর রহমান, নাসির মিঞা, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহা. শাহজাহান, . নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ হাসান মুরাদ, সাইফুল্লাহ চৌধুরী, এইচ এম সোহেল, মো. মুজিবুর রহমান, .কে.এম আবদুল হান্নান (আকবর), গোলাম মহিউদ্দিন হাসান, কল্লোল দাশ, দিদারুল আলম মাসুম, সুমন দে, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী (মনি), মো. এনামুল হক, হাসান মুরাদ বিপ্লব, মো. শাহজাদা আলম, এম.এ মুছা বাবলু, আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ ইউসুফ ও অহীদ সিরাজ চৌধুরী স্বপন। সংরক্ষিত উপজেলা ক্রীড়া সংস্থার ২টি পদে ৩ জন প্রার্থী মো. জাফর ইকবাল, মো. জাহিদুল ইসলাম ও প্রদীপ কুমার ভট্টাচার্য্য। এদের মাঝে অনেকেই একাধিক, দু’টি এমনকি ৩টি পদেও ফরম জমা দিয়েছেন। তারা কোন্‌টা রেখে কোনটা ছাড়বেন তা নিয়ে আরো চারদিন অপেক্ষা করতে হবে। আগামী ২৫ নভেম্বর শনিবার সিজেকেএস নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঅধিনায়কত্বের জন্য প্রস্তুত আছেন শান্ত
পরবর্তী নিবন্ধমধ্যরাতে খোলা আকাশের নিচে আইয়ুব বাচ্চুকে স্মরণ