সিজেকেএস চুকবল লিগ সম্পন্ন

| বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সিজেকেএস রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চুকবল লিগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় তারা ৪০-৩৯ পয়েন্টে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। এর আগে লিগের ১ম সেমি ফাইনালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) ২৫-০৮ পয়েন্টে বাংলাদেশ রেলওয়ে র‌্যাঞ্জার্সকে এবং ২য় সেমি ফাইনালে শহীদ শাহজাহান সংঘ ২৬-১৩ পয়েন্টে এম.এইচ. স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন লিগের সেরা সুশৃঙ্খল দল নির্বাচিত হয় এম.এইচ. স্পোর্টিং ক্লাব এবং লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) দলের খেলোয়াড় আরাফাত রহমান। লিগের সেরা খেলোয়াড়কে দৈনিক আজাদী ঘোষিত পুরস্কার দেয়া হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সভাপতি ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। এ সময় বিশেষ অতিথি ছিলেন লিগের স্পন্সর প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জাহিদুল করিম বাপ্পী সিকদার। সিজেকেএস কাউন্সিলর ও চুকবল কমিটির চেয়ারম্যান এইচ এম সোহেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী প্রমুখ, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, সিজেকেএস কাউন্সিলর শওকত হোসেন, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, আবদুর রশিদ লোকমান, আবু জাহেদ, শাহ পরাণ নিশান, সরওয়ার মনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল মেম্বার্স দাবা লিগ শুরু
পরবর্তী নিবন্ধনেপালে হেরে গেল জামালরা