সিজেকেএস রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চুকবল লিগ আজ ২৩ সেপ্টেম্বর শুক্রবার থেকে সিজেকেএস জিমন্যাসিয়ামে শুরু হচ্ছে। আজ বিকাল ৫টায় লিগের উদ্বোধন করবেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম.এ.মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠানের সিইও জাহিদুল করিম সিকদার বাপ্পী। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ লিগ চলবে। এবারের চুকবল লিগে মোট ১২টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।