সিজেকেএস কাবাডি লিগের ফলাফল

| বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের আরো ৮টি খেলা গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার বিভাগের খেলায় লিটল ব্রাদার্স ২৭২১ পয়েন্টে ফায়ার সার্ভিস স্পোর্টিং ক্লাবকে, কর্ণফুলী ক্লাব ৩০১১ পয়েন্টে শহীদ শাহজাহান সংঘকে, ফ্রেন্ডস ক্লাব ৫৪১১ পয়েন্টে সিটি ক্লাবকে, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৯০৯ পয়েন্টে ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। একই ভেন্যুতে ১ম বিভাগের খেলায় নবীন মেলা ৫৪১০ পয়েন্টে পাঁচলাইশ যুব সংঘকে, কল্লোল সংঘ গ্রীণ ৪৩২০ পয়েন্টে চট্টগ্রাম ফুটবল ক্লাবকে, কোয়ালিটি ব্লুজ ৩৮১৯ পয়েন্টে সেবা নিকেতনকে, পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৩৮০৩ পয়েন্টে বিসিআইসি ক্রীড়া সংসদকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধআবারো মা হলেন সেরেনা
পরবর্তী নিবন্ধউত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ