মুজিববর্ষ সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট (অনূর্ধ্ব-১৬) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে। সিজেকেএস ফুটবল কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১০ ডিসেম্বর চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া কলেজ মাঠে চন্দনাইশ ভেন্যুর খেলা উদ্বোধন করা হবে। পরবর্তীতে ১১,১২,ও ১৩ ডিসেম্বর মিরসরাই,রাউজান ও বোয়ালখালীর নির্ধারিত ভেন্যুতে খেলার উদ্বোধন করা হবে। প্রত্যেক ভেন্যুতে সংশ্লিষ্ট সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করবেন।
২০০৫ সালের অক্টোবর মাসের পর যাদের জন্ম শুধুমাত্র সে সকল ফুটবলাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা রাখবে। বয়স প্রমাণের জন্য প্রত্যেক খেলোয়াড়কে অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূলকপি প্রদর্শন পূর্বক ফটোকপি জমাদান, শিক্ষাগত যোগ্যতা সনদ পত্রের মূলকপি প্রদর্শন পূর্বক ফটোকপি জমাদান ও সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সহ খেলোয়াড় বাছাই কমিটির নিকট নিম্ন সূচি অনুযায়ী চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। নিম্নে খেলোয়াড়দের বয়স বাছাইয়ের তারিখ ও সময় দেওয়া হলো।
২৮ নভেম্বর, মিরশ্বরাই উপজেলা, সকাল ১১ টা, সন্দ্বীপ উপজেলা, দুপুর ১২ টা, সীতাকুন্ড উপজেলা, দুপুর ১ টা। ২৯ নভেম্বর, রাউজান উপজেলা, সকাল ১১টা, ফটিকছড়ি উপজেলা, দুপুর ১২ টা, রাঙ্গুনীয়া উপজেলা, দুপুর ১টা,হাটহাজারী উপজেলা, বেলা ২ টা। ৩০ নভেম্বর, পটিয়া উপজেলা, সকাল ১১ টা,
আনোয়ারা উপজেলা, দুপুর ১২ টা, বোয়ালখালী উপজেলা, দুপুর ১ টা,কর্ণফুলী উপজেলা,বেলা ২ টা। ১ ডিসেম্বর, সাতকানিয়া উপজেলা,সকাল ১১ টা, বাঁশখালী উপজেলা দুপুর ১২ টা, লোহাগাড়া উপজেলা, দুপুর ১টা, চন্দনাইশ উপজেলা,বেলা ২ টা। বাছাইয়ের স্থান-৩য় তলা,এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।
এই টুর্নামেন্ট থেকে ৩০জন এবং মহানগর থেকে ২০জন, মোট ৫০জন খেলোয়াড়কে বাছাই করা হবে। এদেরকে দীর্ঘ তিন মাস আবাসিক ক্যাম্পে রেখে প্রশিক্ষণ দেয়া হবে।
পরে এদের মাঝ থেকেই একটি শক্তিশালী সিজেকেএস অনূর্ধ্ব-১৬ ফুটবল দল গঠন করা হবে। চূড়ান্ত বাছাইকৃত খেলোয়াড়দের পরবর্তীতে পর্যায়ক্রমে চট্টগ্রামের ফুটবল লিগে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে।