সিজেকেএস অনূর্ধ্ব-১৮ ক্রিকেট চ্যালেঞ্জ টুর্নামেন্টের উদ্বোধন

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের নিয়ে সিজেকেএস অনূর্ধ্ব-১৮ ক্রিকেট চ্যালেঞ্জ টুর্নামেন্ট গত ১০ অক্টোবর সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস। সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও ক্রিকেট সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান, সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, বিসিবির ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, জেলা ক্রিকেট কোচ মহিবুল করিম মিটু প্রমুখ। উল্লেখ্য, বিসিবি কর্তৃক ডাক্তারী পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট খেলোয়াড়দের ৩টি দলে ভাগ করে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো হলো সিজেকেএস সভাপতি একাদশ, সিজেকেএস সাধারণ সম্পাদক একাদশ, সিজেকেএস বয়সভিত্তিক আহ্বায়ক একাদশ।

পূর্ববর্তী নিবন্ধএকই মঞ্চে নগরবাউল ও সোলস
পরবর্তী নিবন্ধতারপরও দলের অনেক উন্নতি দেখছেন শ্রীরাম