বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরি লন্ডন সফররত কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ও আন্তর্জাতিক কমিটির ইসি মেম্বার, চট্টগ্রাম এডিটরস ক্লাবের উপদেষ্টা ও দি ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুরকে অভ্যর্থনা জানানো হয়েছে। গত সোমবার কাউন্সিলের মেয়র পার্লারে অনুষ্ঠিত অভ্যর্থনা অনুষ্ঠানে সাংবাদিক ও সংগঠক ওসমান গণি মনসুরের সৃষ্টিশীল কর্মকান্ড তুলে ধরেন দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী। তিনি বলেন, একজন সংবেদনশীল ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে সৃষ্টিমুখর ওসমান গণি মনসুর সেবার ব্রত নিয়ে কাজ করেন। লেখালেখির পাাপাশি সাংবাদিক সমাজের নেতৃত্ব প্রদানে সক্রিয় রয়েছেন। সিজেএ’র মাধ্যমে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং মুক্তচিন্তা ও মানবিক চেতনা বিকাশের লক্ষ্যে বহুমুখী কর্মপ্রয়াস অব্যাহত রেখেছেন। আলোচনায় অংশগ্রহণ করেন, সাংবাদিক ও কলাম লেখক আজিজুল আম্বিয়া, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের ইমরান হোসাইন চৌধুরী ও মদরিস আলী, কমিউনিটি নেতা আব্দুল করিম, ইমরানুল গণি প্রমুখ। কর্মপ্রবল ও প্রেরণাদীপ্ত ব্যক্তিত্ব ওসমান গণি মনসুরকে বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে এসে প্রাণবন্ত একটি বিকেল উপহার দেয়ার জন্য মেয়র মঈন কাদরি আন্তরিক ধন্যবাদ জানান। মানবসেবা, মানবকল্যাণ এবং জনহিতকর কাজকে গুরুত্ব দিয়ে তিনি যেভাবে দেশে–বিদেশে নিজেকে ছড়িয়ে দিয়েছেন সে ক্ষেত্রে আরো সফলতা কামনা করেন মেয়র মঈন।
অভ্যর্থনা অনুষ্ঠানে ওসমান গণি মনসুর বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরির প্রাণখোলা ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করে বলেন, লন্ডনে আপনারা রাজনীতি ও কমিউনিটি সেবার মাধ্যমে আমাদের দেশ ও জাতিকে আলোকিত করছেন। উপস্থিত সকলকে মূল্যবান সময় ব্যয় করে তার প্রতি আন্তরিকতা প্রকাশের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওসমান গণি মনসুর। প্রেস বিজ্ঞপ্তি।