সিজলের নতুন সেলস সেন্টার হাটহাজারী গোল চত্বরে

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:৪০ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসভার গোলচত্বরে সিজলের সেলস সেন্টার। শাখাটি সম্প্রতি উদ্বোধন করেন সিজলের ব্যবস্থাপনা পার্টনার মো. শহিদ উল্ল্যা কোরেইশী। বিগত প্রায় বছর খানিক ধরে সিজল হাটহাজারীর এই সেলস সেন্টারটি উদ্বোধনের মধ্য দিয়ে প্রাহকদের সেবা প্রদান করার অধীর আগ্রহের দীর্ঘদিনের অপেক্ষার পরিসমাপ্তি ঘটলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহআলম, সিনিয়র সহসভাপতি মো. নাছির উদ্দিন, ভবন মালিক সোনা মিয়া সওদাগর ও আবু তাহের, এবং সেলস সেন্টারের স্বত্বাধিকারী তাসকির আহম্মেদ ও সাওন বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সিজল মার্কেটিংয়ের এজিএম নজরুল ইসলাম রাসেল ও ম্যানেজার মেহেদী হাসান বাপ্পী প্রমুখ।
অনুষ্ঠানে উদ্বোধক শহিদ উল্ল্যা কোরেইশী বলেন, সিজলের জন্ম ১৯৯৭ সালে। বৃহত্তর চট্টগ্রাম গ্রাহক সেবা বর্ধিত করে সিজল এখন হাটহাজারীতে। সেলস সেন্টারটির মাধ্যমে তাদের দীর্ঘদিনের আশাপূরণ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ও ল্যাব উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে রমজানে কঠোর থাকবে ভ্রাম্যমাণ আদালত