সিঙ্গারের ৬১৫% মুনাফা বৃদ্ধি, ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

২০২৩ সালে ৬১৫% মুনাফা বৃদ্ধি পেয়েছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুতকারী কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের। নানাবিধ কারণে ২০২৩ সালে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রি সার্বিকভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে না পারলেও, সিঙ্গার বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে মুনাফা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। সিঙ্গারের পরিচালনা পর্ষদ সাধারণ সভায় নিরীক্ষিত ফলাফলের ভিত্তিতে ২০২৩ সালের জন্য ৩৫% নগদ লভ্যাংশ সুপারিশ করেছেন। গ্রস প্রফিট মার্জিন পূর্ববর্তী বছরে ২৩.% থেকে বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ২৮.%-এ উন্নীত হয়েছে।

ট্যাক্স পরবর্তী মুনাফা ২০২২ সালে ৭৩ মিলিয়ন টাকা থেকে ৬১৫% বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ৫২২ মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। কোম্পানির শেয়ার প্রতি আয় ০.৭৩ টাকা থেকে ৫.২৪ টাকায় উন্নীত হয়েছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২০২৩ সালে ২২.৭৬ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২২ সালে ছিল ১৮.১৯ টাকা। সামগ্রিকভাবে কোম্পানিটি ২০২৩ সালে ১৭ বিলিয়ন টাকা রাজস্ব অর্জনে সক্ষম হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী সাংস্কৃতিক উৎসব কাল শুরু
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বাইক চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার