সিঙ্গাপুরে ভোট: পিএপির সাড়ে ছয় দশকের একচেটিয়া শাসনের পরীক্ষা

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রচীন বাণিজ্য যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক ঝুকির আশঙ্কার মধ্যেই শনিবার সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন সিঙ্গাপুরের নাগরিকরা। স্বাধীনতার আগ থেকে ক্ষমতায় থাকা পিপল’স অ্যাকশন পার্টি (পিএপি) এবারও নিরঙ্কুশ জয় পাবে বলেই সবার ধারণা। তাই আসন নয়, বিশ্লেষকদের নজর ভোটের ব্যবধানের দিকে। খবর বিডিনিউজের।

দেশটিতে মাত্র নয় দিনের নির্বাচনী প্রচারে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি ও আবাসনের চাহিদাই মূল আলোচনার কেন্দ্রে ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৯৫৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রতিটি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে পিএপি। প্রায় সববারই পার্লামেন্টের ৯০ শতাংশের বেশি আসনে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা।

কিন্তু ২০২০ সালের নির্বাচনে সে ধারায় ছেদ পড়ে। সেবার পিএপির ভোট কমে দাঁড়ায় ৬০ দশমিক ১ শতাংশে, আর বিরোধী ওয়ার্কার্স পার্টি পায় রেকর্ড ১০টি আসন যা ছিল সিঙ্গাপুরের ইতিহাসে বিরোধীদের সবচেয়ে বড় সাফল্য, আর পিএপির জন্য সবচেয়ে খারাপ ফলাফল।

তাই এবার প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম নির্বাচনে ওয়ং চেষ্টা করছেন সেই হার উন্নত করতে। সিঙ্গাপুরের শাসকদলের বিরুদ্ধে বিরোধী কণ্ঠ দমিয়ে রাখা এবং বিরোধীদলকে নানা কোণঠাসা করে রাখার অভিযোগ রয়েছে।

৫২ বছর বয়সী ওং গত বছর দায়িত্ব নেন দীর্ঘদিনের নেতা লি সিয়েন লুংয়ের কাছ থেকে। এবার তার নেতৃত্বেই ৯৭টি আসনে লড়ছে পিএপি। ওয়ার্কার্স পার্টি লড়ছে মাত্র ২৬ আসনে।

শনিবার ভোটের দিন সকালে ভারি বৃষ্টি হলেও কিছুক্ষণেই মধ্যেই তা থেমে যায়। দুপুরের মধ্যেই প্রায় অর্ধেক ভোটার ভোট দিয়েছেন। সিঙ্গাপুরে মোট ১,২৪০টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে রাত ৮ টা পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধদ্বন্দ্ব ভুলে রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির জয়