সিগারেটের আগুনে পুড়ল নির্মাণসামগ্রী

মীরসরাই অর্থনৈতিক অঞ্চল

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানায় নির্মাণ কাজে ব্যবহৃত রাবার সাদৃশ্য বস্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের বাহিরে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডে কারখানার বাহিরে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে কাজের জন্য রাখা ১৬টি রাবার সাদৃশ্য বস্তু পুড়ে ছাই হয়ে যায়।

মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস
পরবর্তী নিবন্ধট্রাম্পের নীতি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সমস্যায় ফেলতে পারে