সিকান্দার রাজার ছোট ভাইয়ের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের টিটোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা হারিয়েছেন তার ছোট ভাইকে। ১৩ বছর বয়সে গত সোমবার হারারেতে মারা গেছেন তার ছোট ভাই মুহাম্মাদ মাহদি। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বুধবার সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। রক্তক্ষরণজনিত জন্মগত রোগ হিমোফিলিয়া নিয়ে জন্ম নিয়েছিলেন মাহদি। সামপ্রতিক সময়ে স্বাস্থ্যগত জটিলতার কারণে তার মৃত্যু হয়। মঙ্গলবার হারারের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এই কঠিন সময়ে রাজা ও তার পরিবারের পাশে থাকার কথা জানায় জিম্বাবুয়ে ক্রিকেট। সমপ্রতি সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টিটোয়েন্টিতে খেলেছেন রাজা। শারজাহ ওয়ারিয়র্জকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১০ ম্যাচের ৭টিতে হেরে প্রাথমিক পর্ব থেকে বিদায় নিয়েছে তার দল।

পূর্ববর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টিতে ইতিহাস ভারতের দীপ্তি শর্মার
পরবর্তী নিবন্ধফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই এখন নিজের ভবিষ্যৎ দেখছেন সাকিব