সিওসি ৮৬’ র মাসিক সভা প্রেসক্লাব ভবনের ক্লাব কলেজিয়েট অডিটরিয়ামে গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। সিওসি ৮৬ এর পক্ষ থেকে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে একসাথে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান আহবায়ক মঞ্জুর মোরশেদ ফিরোজ। বক্তারা সিওসি, ৮৬ এর গৃহীত বিভিন্ন দাতব্য প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ সদস্যদের যে কোন আপদকালিন সময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সৈয়দ মোহাম্মদ রিদোয়ান ও আশফাকুর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আনোয়ারুল হাসান চৌধুরী, আমজাদ হোসেন, ডা. সাগর চৌধুরী, অধ্যাপক বিজয় ভৌমিক, ডা. মোস্তাফিজুর রহমান, কানাডা প্রবাসী ডা. শাহেদ, ডা. আশরাফুল করিম, ডা. অসীম, মোহাম্মদ বোরহান উদ্দিন, সিদ্ধার্থ সরকার, কিরণ আজাদ, শাহ ইমরান, মোহসিন উল কাদের, সাইফুল ইসলাম লেনিন, হুমায়ুন কবির ভুইয়া, জয়ন্ত চৌধুরী, মাহমুদুর রহমান, সোহেল জাহান, আলমগীর আলম, জাহিদ হোসেন, শহীদ নইম, আজমল আহমেদ, শহীদ খান খোকন, মিজানুর রহমান, মামুন, ফজলে আজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।