সিএসএ’র ফ্রি বাস সার্ভিস

| বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসন হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্তে ‘চন্দনাইশ স্টুডেন্টস এসোসিয়েশন (সিএসএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর ব্যবস্থাপনায় ৯ম বারের মত ফ্রি বাস সার্ভিস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনের সভাপতি নোমান বিন হাছান রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা মলকুতুর রহমান মুনির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান ও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল কৈয়ূম চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র সভাপতি আবু তাহের চৌধুরী। এতে সিএসএর সাবেক সভাপতি ও সেক্রেটারির মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ তাহের উদ্দীন, আব্দুল খালেক সামি, আবদুল্লাহ আল ফারুক চৌধুরী, শওকতুল আলম, জাহেদুল ইসলাম জাহি, তৌহিদুল আলম, উত্তম বিশ্বাস, শাহজাদা মুহাম্মদ জিয়াউদ্দীন রোহান ও মুহাম্মদ ইলিয়াছ। এছাড়া বর্তমান কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সহ-সভাপতি সোহেল আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আরেফিনও সাংগঠনিক সম্পাদক জাবের হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনোয়ারবিলা কাদেরিয়া মাদ্রাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যাতায়াতে তথ্যমন্ত্রীর ফ্রি বাস সার্ভিস চালু