চট্টগ্রাম স্টক এঙচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ৪৩.১০ কোটি টাকা। মোট ১১,৬৩০টি লেনদেনের মাধ্যমে মোট ৯১.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০৭.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,১৯৬.৫২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২১.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৯৭.০৫-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেঙ ২৫.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৪৫.৬৯ পয়েন্টে। সিএসইএসমেঙ ইনডেঙ সূচক ৭৬.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,৮০৮.১৬ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৩,৭১১.৬৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩৪.১৭ কোটি টাকা। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৮টির। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।