চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেনের পরিমাণ ২১.৬৯ কোটি টাকা। মোট ৮,০৩৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৪.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৪.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫,৪১৩.৭৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭১.৩৮ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৭৮.৮২ তে।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯০,৫৯৩.০৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২,৩৪২.৩৯ কোটি টাকায়। সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৮ টির, কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। প্রেস বিজ্ঞপ্তি।