সিএসইতে ১৯.৮১ লাখ শেয়ার হাতবদল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৮.৩২ কোটি টাকা। মোট ১,৭১২টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৮১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৬.৩১ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৪৬.৩০ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ২.৭৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩৮.২৬ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৫.১৩ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৫.৯৪ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১৫৩.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৬৩.৬২ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৮,৯৮৯.৯২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৩৩২.৮০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, দাম কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জন্য ‘আওয়াজ তোলো, রুখে দাঁড়াও’
পরবর্তী নিবন্ধবিনিময় চুক্তির জন্য বন্দিদের নামের তালিকা হস্তান্তর হামাসের