চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ৭১.৪৯ কোটি টাকা। মোট ১১,০৯৭ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১৪.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫,৬৮৫.৪৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২১.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৯৫.৭৫ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১১.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৩.৮১ তে।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৫,৮৫৬.৯৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২,৩৪৭.৪৪ কোটি টাকায়। সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৩ টির, কমেছে ৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির। প্রেস বিজ্ঞপ্তি।