সিএসইতে লেনদেন ৯১.৬৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন হয়েছে ৯১.৬৯ কোটি টাকা। মোট ২৪,৬৭৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২.০৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪২.২২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯,৫৯৬.৬১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৯.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪,৬৯.৪১ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১২.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২,১৬.৭৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স গতকাল অপরিবতিত রয়েছে যা হলো ৬৫৮.৩৮ পয়েন্টে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৯,৯৩৫.১২ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৬৯৭.৯৬ কোটি টাকায়।
সিএসইতে ৩৬৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৯ টির, কমেছে ১৯৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধইরানে এক মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বিরল বিক্ষোভ