চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯.৯৬ কোটি টাকা। মোট ২,৪২৮টি লেনদেনের মাধ্যমে মোট ৬৩.৬২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৫.৮২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৯০.৩২ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৯.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫৭.৮৮। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৭.৬৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৭.১৯ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ০.৭৫ কমেছে, যা হলো ১,৮৭৬.৮৩ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২১,২০৯.৯১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,১৬১.৪৭ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৯০টির, দাম কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।