সিএসইতে লেনদেন ৯.২২ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৯.২২ কোটি টাকা। ২,৬৭৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৫৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪.৪৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৮৪৫.৮৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৭.৮১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৪.৭৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৭৭.৫৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৪,৩৭৮.৭৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৪০৯.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৪ টির, দাম কমেছে ১০৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির ।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রিয় মালতী’র লন্ডন জয়!
পরবর্তী নিবন্ধইয়েমেনের সাদায় মার্কিন বিমান হামলা, ৬৮ মৃতদেহ উদ্ধার