সিএসইতে লেনদেন ৯.১৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল শনিবার লেনদেন হয়েছে ৯.১৯ কোটি। ১,২৬৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৮.৯৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪.৩৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৪৮১.৫৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৪৯.১৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৮৮ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬৭.১২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৫.৫২ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৮৮.৬৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮১,৮০৫.২৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯১২.২৭ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪ টির, দাম কমেছে ৫৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প একইসঙ্গে শান্তির কথা বলেন আর হুমকি দেন : ইরানের প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধচাঁদের দুইদিক এত আলাদা দেখায় কেন?