চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেনের পরিমাণ ৮৩.৩৩ কোটি টাকা । মোট ২২,২৩৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৩.১৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৩.২১ পয়েন্ট কমে দাড়ায় ১৭,৪৬৫.১৬ পয়েন্টে । সিএসই-৫০ সূচক ৭.৩১ পয়েন্ট কমে দাড়িয়েছে ১২৬৭.৩৭ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৫.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৬৩.৯৯ তে।
দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাড়িয়েছে ৪৩২,৬৭৯.৪১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৮৩,৩৩২.৯৬ কোটি টাকায়। সিএসই’তে ৩৪৮ স্ক্রিপ্টের মধ্যে লেনদেন হয়েছে ৩০৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯০ টির, কমেছে ১৯৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯ টির।