চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮.৯৯ কোটি টাকা। ৩,০৪১ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৮৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১.৯৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,১৪০.০২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৯৪.৫৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৩০.৬৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৫১২.৬২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৫,৯৫৮.৩০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৮০৮.৪৪ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭২ টির, দাম কমেছে ১০৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।