সিএসইতে লেনদেন ৮.৬৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৬ মে, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছ ৮.৬৮ কোটি টাকা। ১,৭৫৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৮৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৬.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,২৬৭.০৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০২৬.৭২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৭০ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫৩.৮৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৩৩.১২ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯০৮.২০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৭৭,২৫৭.১৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৯৩৬.৪৪ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৫ টির, দাম কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

পূর্ববর্তী নিবন্ধ‘২৪ এর গণঅভ্যুত্থান নজরুলের উত্তরাধিকার’
পরবর্তী নিবন্ধইউক্রেনে রেকর্ড ৩৬৭ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সবচেয়ে বড় হামলা