সিএসইতে লেনদেন ৮.৬০ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছ ৮.৬০ কোটি টাকা। ১,৯৫২ টি লেনদেনের মাধ্যমে মোট ৭১.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬.৬৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৩৬৭.৩৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৪.৮০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৫০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৭২.৪৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৫২.৩২ পয়েন্ট কমেছে, যা হলো বেড়েছে ১,৮৪৯.৬১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৭,৯৭৬.৯৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৩৭২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭০ টির, দাম কমেছে ১১৬টি আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ২০৫০ সাল নাগাদ ঝুঁকিতে ১৫ লাখ অস্ট্রেলীয়
পরবর্তী নিবন্ধওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের