চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ৮.৪৭ কোটি টাকা। ২,৯৮৯ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৭১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৬৫২.৩৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৪০ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৭.৬১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৬৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭৪.৯৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১২.৮৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,১১১.৮২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৭,০১৭.৯০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৫ টির, কমেছে ৫৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪ টির।