চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এ গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন ৮.৪৬ কোটি টাকা। মোট ১,২০২টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৯০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৩৩৮.৬০ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ০.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২১.৪৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ১.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫৮.৯৮ পয়েন্টে।
সিএসইএসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক ১৮.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,০৮৯.৩১ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৫,৯১২.০৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১০,২৫৫.৫৭ কোটি টাকায়। সিএসই’তে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১০০টির, এর মধ্যে দাম বেড়েছে ৮ টির, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
১০ অক্টোবর ২০২২ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এ প্রথমবারের মতো সরকারি বন্ড লেনদেনের মধ্যে দিয়ে ইতিহাস সৃষ্টি হয়েছে। ঞই৫ণ০১২৫ বন্ডের ১ হাজার ইউনিট লেনদেন হয়েছে।
প্রতিটি বন্ডের দর ছিল ১০৫ টাকা ১৯ পয়সা যেখানে লেনদেনের পরিমান ১ লাখ ৫ হাজার ১৯০ টাকা। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৫,৭৯৯.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৩১৬,০২১.০১ কোটি টাকায়। প্রেস বিজ্ঞপ্তি।