চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৮.৪৪ কোটি টাকা। ৩,৩৫১ টি লেনদেনের মাধ্যমে মোট ১৪.৯৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৬.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৪০.০৬ পয়েন্টে।
সিএসই–৫০ মূল্যসূচক ০.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২৯.৯৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৭৫.৩৩ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল যা হলো ১,৮৮২.৫১ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৩,৯৫৫.২৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,৭৭৫.০৩ কোটি টাকায়। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩২ টির, কমেছে ৫১ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৭ টির।