চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৮.১০ কোটি টাকা। ৪,২৬৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৫০.৭২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৪৮৫.৯১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০২.৮১ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.০২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৯.০০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,৫৯৫.৮৪ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৭,৮৭১.৫৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৮,৪৯৫.৩৫ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৬ টির, কমেছে ৪৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৮১ টির।