চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেনের পরিমাণ ৭৯.৩৭ কোটি টাকা। মোট ২৩,২৬৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৯৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭৮.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭,৭৬২.৫৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৯.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯৩.৩৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ৯.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৮৮.৩৭ তে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৮,৩৪৯.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩,৩৪৩.০১ কোটি টাকায়।
সিএসইতে ৩৪৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৯৫ টির, কমেছে ৯৬ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ টির। প্রেস বিজ্ঞপ্তি।