সিএসইতে লেনদেন ৭০.৬৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ৭০.৬৯ কোটি টাকা। মোট ২৩,৭৭৬টি লেনদেনের মাধ্যমে মোট ২.৫৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৭.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,০০৫.৯৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৭২.২৬-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৫.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২০৮.৫৪ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ১৭.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,৯১৬.৭৮ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫১,৩৮১.০৪ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪২২.৩৯ কোটি টাকা।
সিএসইতে ৩৮২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৮টির। এর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

পূর্ববর্তী নিবন্ধসাকিব ভেবেছিলেন ম্যাচটা জিতেই গিয়েছি
পরবর্তী নিবন্ধচীন-রাশিয়াকে টেক্কা দিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাবে জাপান