চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭.৮১ কোটি টাকা। ১,৮৯৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১৪.৯৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮.৮৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫৭০.১৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.০৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৫.৪৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৯০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭১.৬৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৬৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৪৩.১৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৬,০৩৬.০২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৫.৫৮ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৬ টির, কমেছে ৪১ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৬ টির ।