সিএসইতে লেনদেন ৭. ১৬ কোটি টাকা

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিএ গতকাল লেনদেন হয়েছ ৭.১৬ কোটি টাকা। মোট ৩,২২৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৩৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪২.৪২ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৫১.১৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৫.৬৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭২.৭০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক যা কমেছে গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৫৫১.৮৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭৩,৭৬৩.১৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩২,৮৪৯.৪৩ কোটি টাকা। সিএসই’তে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৪ টির, কমেছে ৬৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৭২ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর খানখানাবাদে আগুনে পুড়ল ১২ বসতঘর
পরবর্তী নিবন্ধরাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন কাজী জসিম