চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার মোট লেনদেনের হয়েছে ৬৭.০৩ কোটি টাকা। মোট ২১,০৪৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২.০৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে । প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮৬.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১,৩৩৪.৭৫ পয়েন্টে । সিএসই-৫০ সূচক ১৬.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬৫.৫৫ তে । এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১৩.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৮.৪৮ তে। আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৫০১,৭৩৪.৪৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৮৪,৭৩২.৫৯ কোটি টাকায়। সিএসই’তে ৩৫২ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ৩১৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬৭ টির, কমেছে ১২৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির ।