চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেনের হয়েছে ৬১.৫২ কোটি টাকা। ৮,৬২৫টি লেনদেনের মাধ্যমে মোট ২.৬০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৬.৫২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯,৭৪৮.৮২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৪৫৬.৮৩ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৪৫.৩৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ১৬৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৬৬.৫৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৮,১১০.৬২ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৭৫৯.০২ কোটি টাকায়। সিএসইতে ৩৭৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৯টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টির। প্রেস বিজ্ঞপ্তি।