চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৬.৯৭ কোটি টাকা। ১,৭৮০ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.৭৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩১.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৩৯.৮০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৫.৪৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৩৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৫.৭৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৬.৬৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৭৯.৯৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৬,৫৩১.২১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৬,১৯৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪ টির, দাম কমেছে ৯৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।