চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার মোট লেনদেন ৬.৪১ কোটি টাকা। মোট ১,৬৮৮টি লেনদেনের মাধ্যমে মোট ১৩.৮৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৩৫১.৭২ পয়েন্টে।
সিএসই-৫০ মূল্যসূচক ০.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২১.৯২-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬০.৯৬ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১০৮.০২ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৬,২০৮.৯১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১০,২৫৫.৫৭ কোটি টাকা।
সিএসইতে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১১৯টির। এর মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ২৩টির আর অপরিবর্তিত রয়েছে ৬৮টির।