চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬.৪০ কোটি টাকা। ২,১৬৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৮.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৩০৪.৭৫ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৩.২৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫০.৩৮ পয়েন্টে । সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৬৩.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৭৪৮.৭০ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৬,৬০৫.৯৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১০,৮২৪.৩৭ কোটি টাকায়। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৩ টির, কমেছে ৩৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩ টির ।