সিএসইতে লেনদেন ৫৮.৯৭ কোটি টাকা

| বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ৫৮.৯৭ কোটি টাকা। মোট ১৫,১০২টি লেনদেনের মাধ্যমে মোট ১.৫৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৪.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬,৯৮৭.০২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮৪.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৯৮৭.০২-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৩.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৮০.৩৭-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮,৩০৬.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮০,৩৫০.০০ কোটি টাকায়। সিএসইতে ৩৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৮টির। এর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৯৭টির। অপরিবর্তিত রয়েছে ৬০টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহামারীতে কমেছে সরকারি ব্যয়
পরবর্তী নিবন্ধসাকিবের ফেরাতেই স্বস্তি