চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৫.২৩ কোটি টাকা। মোট ১২,৬৭৯টি লেনদেনের মাধ্যমে ২.৬০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৯.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫,৯৭৯.০৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২২০.২৯-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৩.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৫.৩৯-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৮,১৪০.৫৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮০,৫৯৯.৯৬ কোটি টাকায়। সিএসইতে ৩৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৪টির। এর মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১০৫টির। অপরিবর্তিত রয়েছে ৫৭টির। প্রেস বিজ্ঞপ্তি।