সিএসইতে লেনদেন ৫৩.৪৯ কোটি টাকা

| শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৫৩.৪৯ কোটি টাকা। মোট ১৪,৮৫০টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮১.০০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২০,৭২৩.১২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,৭৬.৬৪তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৪.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২,৬০.০৩ পয়েন্টে। সিএসইএসমেক্স গতকাল অপরিবর্তিত ছিল যা হলো ৬৭৩.৭২ পয়েন্টে। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯০,৩৬৩.৪৮ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৫৪০.৫৬ কোটি টাকায়। সিএসইতে ৩৬৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৪টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকল্লোলের কাছে হেরে গেল নওজোয়ান
পরবর্তী নিবন্ধ‘ভুটানের জমিতে’ চীনের গ্রাম উদ্বিগ্ন ভারত