সিএসইতে লেনদেন ৫০.৮৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫০.৮৩ কোটি টাকা। মোট ২,২৭৫টি লেনদেনের মাধ্যমে মোট ৬৫.৫৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৮০.৫৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.২৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৬.৪১তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৭.৭০ পয়েন্ট।

সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১২.৩৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১০৫.৭৯ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭১,৮৯১.৯১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩১,৩৭৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

পূর্ববর্তী নিবন্ধআকবর শাহ এলাকায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধফেন্সিডিল উদ্ধার মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড