সিএসইতে লেনদেন ৫০.৪২ কোটি টাকা

আজাদী ডেস্ক  | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৫০.৪২ কোটি টাকা। ২,২৬৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৯০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭০.২২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,২২৭.৮০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১১.৩৪ পয়েন্ট বেড়ে, যা হলো ১,১৬০.৯৫তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৬০.৪২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৩৪.৭০ কমেছে, যা হলো ১,৮৯২.৮১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২২,৪৮৩.৩৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,১১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪৫ টির, দাম কমেছে ৬০ টি আর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।

পূর্ববর্তী নিবন্ধ‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে
পরবর্তী নিবন্ধজাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিবেন সিরিয়ার প্রেসিডেন্ট