সিএসইতে লেনদেন ৫.৯৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৫.৯৯ কোটি টাকা। মোট ২,৪৮৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২৪.৮৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩২.৪৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৪৩.৭৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৯৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১০.৮১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৩.৯০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১৪৫.৭৯ পয়েন্ট। গতকাল মঙ্গলবার দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৬,৬৮৭.৪৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৩,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসই’তে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯০ টির, দাম কমেছে ৮১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

পূর্ববর্তী নিবন্ধবাগীশ্বরী সংগীতালয়ের ২০ বছর পূর্তি
পরবর্তী নিবন্ধপ্রয়োজনে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত পুতিন : ক্রেমলিন