সিএসইতে লেনদেন ৫.৯৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৫.৯৭ কোটি টাকা। মোট ১,৬১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৮৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৬.৬৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫১৩.৩১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৩০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৫.০২তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪০.২৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক সোমবার অপরিবর্তিত ছিল, যা হলো ২,৪৩০.০৪ পয়েন্ট। দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৮,১৯৫.২৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৪২২.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে লেনদেন হয়েছে ১৭৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৩ টির, দাম কমেছে ৯৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির। দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৫,৭৯৯.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৩১৬,০২১.০১ কোটি টাকায়।

পূর্ববর্তী নিবন্ধযেভাবে রণবীর কাপুর থেকে রণবীর সিংয়ের জীবনে দীপিকা
পরবর্তী নিবন্ধহিজবুল্লাহকে ‘সহায়তাকারী’ ব্যাংকে হামলা